বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫

সৌদি আরবে হাসপাতালে অগ্নিকাণ্ড: ২৫ জন নিহত

 
                     আগুন নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় সিভিল ডিফেন্সের একুশটি দল।      
          
সৌদি আরবের কর্মকর্তারা বলছেন, রাতে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জন নিহত হয়।
আহত হয়েছে শতাধিক।
সিভিল ডিফেন্সের পোস্ট করা এক টুইটার বার্তায় জানা যায়, দক্ষিণাঞ্চলীয় জাযান জেনারেল হসপিটালের নিবিড় পরিচর্যা কেন্দ্র এবং ম্যাটারনিটি বিভাগে আগুন ছড়িয়ে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।
এতে আরো বলা হয়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহতদেরকে অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
সৌদি আরবের দৈনিক পত্রিকা ওকাযে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালটির কামরাগুলো গভীর কালো ধোঁয়ায় ঢেকে গেছে। ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন