গাড়ির গায়ে বা চাকায় কোনো কাদা থাকলেও জায়গায় ১০০ ইউয়ান (১৬ মার্কিন ডলার) জরিমানা করা হচ্ছে। তবে গাড়ির নম্বর প্লেট ধুলো-কাদায় অস্পষ্ট দেখা যায়, তাহলে জরিমানা বেড়ে যাচ্ছে।
শুধু জরিমানাই, সাথে সাথেই ঐ ময়লাকাদা পরিষ্কার করতে হচ্ছে চালকদের।
গাড়িতে কোথাও ভাঙাচোরা থাকলে বা রং চটে গেলে জরিমানা হবে কয়েক গুণ। এই জরিমানা ৫০০ ইউয়ান থেকে ২০০০ ইউয়ান পর্যন্ত গড়াচ্ছে।
তবে বৃষ্টি বা তুষারপাতের কারণে কাদা লাগলে মাফ করা হচ্ছে।
নগর কর্তারা বলছেন, অপরিচ্ছন্ন, ভাঙাচোরা বা রঙচটা গাড়ির কারণে শহরের চেহারা নষ্ট হচ্ছে।
তবে ইন্টারনেটে সামাজিক মাধ্যমগুলোতে নানজিংয়ের নগর কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত নিয়ে বহু মানুষ সমালোচনায় মুখর।
সিনা উইবোতে একজন লিখেছেন,"আমার নিজের গাড়িতে ময়লা থাকলে, অন্যের তাতে কি।"
অনেকে আবার লিখছেন নগর কর্তৃপক্ষ আসলে মানুষের পকেট থেকে কিছু টাকা নিয়ে নিতে চাইছে।
তারা বলছেন, শহরের বাতাসের দূষণ নিয়ে তো নগর কর্তাদের কোনা মাথাব্যথা নেই।bbc
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন