বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫

আইসিসি-র বিশ্বএকাদশে স্থান পেলেন মুস্তাফিজুর

 
                     মুস্তাফিজুর রহমান                
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ২০১৫ সালের জন্য টেস্ট ও ওয়ানডে একাদশের যে নাম বুধবার ঘোষণা করেছে তাতে ওয়ানডেতে সুযোগ পেয়েছেন বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমান।
প্রথম বাংলাদেশি হিসাবে ক্রিকেটের ওডিআই বিশ্ব একাদশে স্থান পেলেন মুস্তাফিজুর রহমান।
আইসিসির ওয়েবসাইটে দেওয়া ঘোষণায় বলা হয়েছে আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান এবং সাবেক ভারতীয় অধিনায়ক অনিল কুম্বলের নেতৃত্বাধীন একটি প্যানেল টেস্ট এবং ওডিআই একাদশের জন্য খেলোয়াড় নির্বাচনের দায়িত্ব পালন করে।
২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সাল পর্যন্ত সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে পারফরমেন্সের ভিত্তিতে বিশ্ব একাদশে খেলোয়াড়দের নির্বাচন করা হয়েছে।
                                মুস্তাফিজুর রহমান দেশের মাটিতে বিশেষ করে ভারতের বিরুদ্ধে তার অসাধারণ বোলিং নৈপুণ্য দেখান বাংলাদেশ ভারত সিরিজে।                
মুস্তাফিজুর রহমান এই সময়ে দেশের মাটিতে বিশেষ করে ভারতের বিরুদ্ধে তার অসাধারণ বোলিং নৈপুণ্য দেখান।
এই বছরটা ছিল বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল বছর।
পাকিস্তান, ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয় এবং তার আগে প্রথমবারের মত বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে পৌঁছন ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য উল্লেখযোগ্য অর্জন।
আইসিসি ওডিআই টিমে তার সতীর্থদের মধ্যে থাকছেন ব্যাটিং অর্ডার অনুযায়ী তিলকরত্নে দিলশান (শ্রীলংকা), হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা), কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা) (উইকেটকিপার), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা - অধিনায়ক), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), রস টেলার (নিউজিল্যান্ড), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), মোহাম্মদ শামি (ভারত), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা), দ্বাদশ খেলোয়াড়- জো রুট (ইংল্যান্ড) bbc

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন