গত বুধবার থেকেই ফেইসবুকসহ অন্য সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ রয়েছে।
প্রথমে খবরটি শুনে আমি বেশ আতঙ্কিত হয়েছিলাম। ভাবলাম দেশে নিশ্চয় বড় ধরণের কোনো নাশকতা হতে যাচ্ছে। নয়ত জরুরি যোগাযোগের এই মাধ্যমগুলো বন্ধ থাকবে কেন? প্যারিসের মতো ঘটনা ঘটবে না তো?
যাইহোক সাতপাঁচ ভেবে নিজের ফোন থেকে ইউসি ব্রাউজার থেকে চেষ্টা করতেই অজান্তে লগ ইন হয়ে গেল ফেইসবুকে।
ঢুকেই দেখি অনেক বন্ধুই স্ট্যাটাস দিয়েছে প্রক্সি, ভিপিএন দিয়েও নাকি দিব্যি চলছে ফেইসবুক।
এ নিয়ে হোমপেইজে নিন্দার ঝড়, একেকজনের ব্যঙ্গাত্মক স্টেটাস।
একজন লিখেছেন, আমাদের মত চুনোপুটিরা যদি প্রক্সি, টর ব্রাউজার আর ইউসি ব্রাউজার দিয়ে ফেইসবুকে লগ ইন করতে পারে, তাহলে জঙ্গিরা কী ঘাস খেয়ে সন্ত্রাসবাদ করে?"
অন্য আরেকজন লিখেছেন, "আমরা সরকার থেকে একধাপ এগিয়ে, ডিজিটাল পোলাপান বলে কথা।"
আরেকটি পোস্ট দেখে হাসতে হাসতে তো আমার গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা।
পোস্টটি হল, "শুনলাম সরকার নাকি নজরদারী করতাছে। তা শুনে আম্মা কপালে কালা টিপ লাগায়া দিছে যাতে নজর না লাগে।"
শুভ ধর নামে একজন বিটিআরসিকে উদ্দেশ্য করে লিখেছেন,
"ডিয়ার বিটিআরসি
আমরা হচ্ছি সেই প্রজন্ম যারা, বইয়ের চিপায় কমিক্সস/তিন গোয়েন্দা রেখে পড়তাম।
ইতি,
একজন বিপথগামী ফেবু ইউজার।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন