ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অরগানাইজেশন-ইউনেস্কোর দ্বিতীয় ক্যাটাগরির প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট।
ইউনেস্কোর সদর দপ্তরে শনিবার সংস্থাটির ৩৮তম সাধারণ অধিবেশনে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে এই স্বীকৃতির প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ইউনেস্কোর সাধারণ অধিবেশনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনেস্কোর ক্যাটাগরি-২ প্রতিষ্ঠান হিসেবে এখন থেকে এই প্রতিষ্ঠানটির কার্যক্রম আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রসারিত হবে।
ইউনেস্কো পরিচালিত ‘মাতৃভাষা-আশ্রয়ী শিক্ষা’, ‘টেকসই উন্নয়নের জন্য শিক্ষা’ ইত্যাদি কার্যক্রমে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করার সুযোগও পাবে বাংলাদেশের ইনস্টিটিউটটি।
“আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এখন থেকে বাংলাদেশ সরকারের পাশাপাশি ইউনেস্কোর লোগো ব্যবহার করতে পারবে।”
বিভিন্ন দেশের বিলুপ্তপ্রায় ভাষা সংরক্ষণ, লালন ও সম্প্রসারণে বাংলাদেশের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কাজ করবে। বিশ্বে এ ধরনের ৯৫টি প্রতিষ্ঠান রয়েছে। bdnews24
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন