ইউরোপীয় নেতারা ইউরোপীয় ইউনিয়নের(ইইউ)সংস্কারের দাবি মেনে না নিলে এ সপ্তাহেই ব্লকটি থেকে বেরিয়ে যাওয়ার কড়া হুঁশিয়ারি দেবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
ইইউ সদস্যপদের বিষয়গুলো নিয়ে পুনরায় আলোচনার সময় ক্যামেরন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ডোনাল্ড তুস্কের কাছে একটি চিঠিতে ব্রিটেনের দাবিদাওয়াগুলোর রূপরেখা তুলে ধরবেন। মঙ্গলবার সেটি প্রকাশ করা হবে।
ওইদিনই ক্যামেরন এক ভাষণে বলবেন, কোনো চুক্তি না হলে ২০১৭ সাল শেষের আগেই ইইউ সদস্যপদ নিয়ে অনুষ্ঠেয় গণভোটে তিনি এ ব্লক থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়াকেই সমর্থন করবেন।
তিনি বলবেন, “আমরা এমন কোনো চুক্তিতে পৌঁছতে না পারলে এবং ব্রিটেনের উদ্বেগকে আমলে না নেওয়া হলে ইইউয়ে থাকা আমাদের জন্য ঠিক কিনা তা আমাদেরকে আবারও ভেবে দেখতে হবে।”
ওইদিনই ক্যামেরন এক ভাষণে বলবেন, কোনো চুক্তি না হলে ২০১৭ সাল শেষের আগেই ইইউ সদস্যপদ নিয়ে অনুষ্ঠেয় গণভোটে তিনি এ ব্লক থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়াকেই সমর্থন করবেন।
তিনি বলবেন, “আমরা এমন কোনো চুক্তিতে পৌঁছতে না পারলে এবং ব্রিটেনের উদ্বেগকে আমলে না নেওয়া হলে ইইউয়ে থাকা আমাদের জন্য ঠিক কিনা তা আমাদেরকে আবারও ভেবে দেখতে হবে।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন