বাংলাদেশে উত্তরাঞ্চলীয় জেলা শহর দিনাজপুরের পুলিশ জানিয়েছে,
ইতালীয় নাগরিক পিয়েরো পারোলারি একটি সাইকেলে করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার সময় হামলার শিকার হন। গত দুই মাসের মধ্যে এ নিয়ে বাংলাদেশে তিনজন বিদেশীর ওপর হামলার ঘটনা ঘটলো। গত ২৮শে সেপ্টেম্বর ঢাকায় আরেকজন ইতালীয়, চেজারে তাভেলাকে গুলি করে হত্যা করা হয়।
আর অক্টোবরের তিন তারিখে রংপুরে খুন হন জাপানি নাগরিক কুনিও হোশি। সর্বশেষ আরেকজন বিদেশী নাগরিকের ওপর হামলার পর ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে এই হামলার ঘটনা ঘটানো হয়েছে।
দিনাজপুরের পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনার পর দশজনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য।
তার চোখের পাতাগুলো সব ফোলা,
রক্ত জমাট বেঁধে গেছে এবং নাক দিয়ে রক্তপাত হচ্ছে।তরুণ কান্তি হালদার,
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক
দিনাজপুরের পুলিশ সুপার রুহুল আমিন মনে করেন, ব্যক্তিগত কারণে মি. পারোলারির ওপর হামলা হয়েছে বলে পুলিশ ধারণা করছে না। মি. পারোলারি একটি গির্জায় যাজকের কাজ করেন, তবে একই সাথে চিকিৎসক হিসেবে তাঁর একটি পরিচিতিও আছে। জেলার পুলিশ সুপার রুহুল আমিন জানান, সকাল সাড়ে আটটা নাগাদ মোটর সাইকেলে করে আসা তিন ব্যক্তি তাঁর ওপর হামলা চালান। এ সময় তাকে গুলিও করা হয়। আহত অবস্থায় মি. পারোলারিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে দ্রুত জরুরি চিকিৎসা দেয়া হয়। ঐ হাসপাতালের পরিচালক তরুণ কান্তি হালদার তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বলছিলেন মিঃ পারোলারির মাথার পেছন দিকে একটা ইনজুরি আছে।
''তার চোখের পাতাগুলো সব ফোলা, রক্ত জমাট বেঁধে গেছে এবং নাক দিয়ে রক্তপাত হচ্ছে।''
মিঃ হালদার বলছেন তিনি গুলিবিদ্ধ হন নি, মাথার পেছন দিক দিয়ে গুলিটা ছিটকে বেরিয়ে গেছে।মি. পারোলারি ইতালীয় নাগরিক হলেও প্রায় ৩০ বছর ধরে বাংলাদেশে বাস করছেন বলে দিনাজপুরের স্থানীয় সূত্রগুলো বলছে। তিনি সুইহারি ক্যাথলিক চার্চে কাজ করতেন, তবে মানুষকে সেবা করতেন এবং অনেকে তাঁর কাছ থেকে চিকিৎসাও নিতেন। ডাঃ হালদার বলেন, পুরো এলাকার মানুষ তাকে চিনতেন।
পুলিশ এখনো নিশ্চিত করে বলতে পারছে না কেন মি. পারোলারির মত একজন বিদেশীর ওপর হামলা করা হয়েছে। কারণ পুলিশ সুপার রুহুল আমিন বলছেন তার কোনো ব্যক্তিগত শত্রু ছিল না। ধর্ম যাজক, পিয়েরো পারোলারিকে ঢাকায় আনা হয়েছে উন্নত চিকিৎসার জন্য।
ওয়ালিউর রহমান মিরাজ বিবিসি বাংলা, ঢাকা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন