বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের টি-টোয়েন্টি জয়

 
   
                 প্রথম ম্যাচেও জয় পায় বাংলাদেশ আর তাতে বড় অবদান ছিল উদ্বোধনী ব্যাটসম্যান আয়শা রহমানের ৫৪ বলে ৫০ রান।
টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে সফরকারি জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জয় করেছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা।
শুধু তাই নয়। জাহানারা-সালমাদের হাতে তখনো ৪৯ বল খেলা বাকি।
কক্সবাজারে আজকের খেলায় টসে হেরে শুরুতে ব্যাট করে ৬ উইকেটে ৬৯ রান করে জিম্বাবুয়ের নারী ক্রিকেটাররা। জবাবে ১১ ওভার ৫ বল খেলেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের মেয়েরা। নির্ধারিত ৭০ রান সংগ্রহ করতে দুটি উইকেট হারায় তারা।
ম্যাচসেরা খেলোয়াড় বাংলাদেশের টি-টোয়েন্টি ক্যাপ্টেন জাহানারা আলম, তিনি তিনটি উইকেট নিয়েছেন।
এর আগে মঙ্গলবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিং, বোলিংও ফিল্ডিং সব ক্ষেত্রেই দারুণ খেলে ৩৫ রানে জয় পায় স্বাগতিক বাংলাদেশ। bbc

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন