বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫

সঁ দেনিতে অভিযানে আটক হয়নি মূল হোতা

    abaaoud_paris_attackঅভিযানে আটকদের মধ্যে হামলার প্রধান হোতা আব্দেলহামিদ আবাউদ ছিলেন না      
          
প্যারিস হামলায় জড়িতদের ধরতে চালানো এক অভিযানে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তবে, বুধবার চালানো ঐ অভিযানে আটকদের মধ্যে হামলার প্রধান হোতা আব্দেলহামিদ আবাউদ ছিলেন না বলে জানা যাচ্ছে।
ফলে তার ভাগ্যে কি ঘটেছে তা এখনো নিশ্চিত নয় কর্তৃপক্ষ।
এছাড়া, ঐ অভিযানে নিহত দুই জনের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্যারিসের উপকণ্ঠে সঁ দানি নামে এলাকায় কয়েক ঘণ্টার ঐ অভিযানে পাঁচ হাজারেরও বেশি বুলেট খরচ করে ফরাসি নিরাপত্তা বাহিনী।
তবে, অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হামলার প্রধান হোতা আব্দেলহামিদ আবাউদ ছিলেন না বলে জানিয়েছেন ফরাসি কৌশুলি ফ্রাঁসোয়া মলি।
এক সংবাদ সম্মেলনে তিনি অভিযানের বিস্তারিত তুলে ধরেন।
তিনি বলেছেন, এটি খুবই কঠিন এক অভিযান ছিল।
কারণ বিস্ফোরণে ফ্ল্যাটে ঢোকার মূল দরজাগুলো ভাঙ্গেনি।
এর ফলে সন্ত্রাসীরা পাল্টা-জবাব দেবার জন্য সময় হাতে পেয়েছে।
তারা এক ঘণ্টা ধরে পাল্টা গুলি চালিয়ে গেছে।
অভিযানে পুলিশ নানারকম আধুনিক অস্ত্র ব্যবহার করেছে।
ঐ ফ্ল্যাটে হতাহতদের প্রকৃত সংখ্যা, এবং তারা কিকি জিনিস ফেলে গেছে, সেসব জানতে আরো তদন্ত দরকার বলে জানিয়েছেন মি. মলি।
মি. মলি জানিয়েছেন, গ্রেপ্তার আটজনকে নিয়ে এখন কি করা হবে সে সম্পর্কে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।
বুধবার যে ভবনটিতে ঐ অভিযান চালানো হয়, সেটি এখন এমনভাবে গুড়িয়ে গেছে, যে ধ্বংসস্তূপের নিচে আর কোন মানুষ রয়েছে কিনা তা বোঝার উপায় নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন