দক্ষিণ সুদানে পণ্যবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছে। বুধবার দেশটির রাজধানী জুবায় এ ঘটনা ঘটে।
প্রেসিডেন্টর মুখপাত্র অ্যাতিনে ওয়েক অ্যাতিনে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, রাশিয়ার তৈরি ওই বিমানটিতে প্রায় ২০ জন আরোহী ছিল। এদের মধ্যে ১০ থেকে ১৫ জন ছিল যাত্রী। বিমানটি ভূপাতিত হলে আরো কয়েকজন নিহত হয়। নিহতদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।
তবে নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, কমপক্ষে ৪১ জন নিহত হয়েছে।
প্রত্যাক্ষদর্শীরাও রয়টার্সকে নিহতের সংখ্যা ৪১ বলেই জানিয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন