ঢাকার কাছে সাভারের আশুলিয়ায় একটি চেকপোস্টে আততায়ীর হামলায় পুলিশের একজন সদস্য নিহত এবং অন্য একজন সদস্য গুরুতর আহত হয়েছেন।
বুধবার সকাল আটটার দিকে এই ঘটনা ঘটে বলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন। সাভারের নন্দন পার্কের সামনে এই চেকপোস্টে সে দু’জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন।সাভার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, একটি মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে পুলিশ সদস্যদের উপর আক্রমণ করে।
এ সময় দুর্বৃত্তরা এ সময় গুলিও ছুঁড়েছে বলে পুলিশ কর্মকর্তারা বলছেন।
আহত পুলিশ সদস্যদের একজন সাভারের এনাম মেডিকেল হাসপাতালে মারা যান। অপরজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রায় দুই সপ্তাহ আগে ঢাকার গাবতলিতে একটি চেকপোস্টে পুলিশের উপর একই ধরনের হামলায় একজন পুলিশ সদস্য নিহত হয়।
কয়েকদিন আগে প্রকাশক এবং ব্লগারদের উপর হামলা করে একজনকে হত্যার পর পুলিশ সদস্যদের উপর আক্রমণের ঘটনা ঘটল।
তবে এই হামলা কারা চালিয়েছে সেটি পুলিশ এখনো কিছু বলতে পারছেনা। bbc
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন