শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

দুবাই মেলায় প্রথম অংশ নিয়েই ক্রেতা পেল জেএফ-১৭

e0f1333777d6cd7cff8ea1383a32d9a6_XL
 
দুবাই বিমান  মেলায় ক্রেতা পেয়েছে চীন-পাকিস্তান যৌথভাবে নির্মিত জঙ্গিবিমান জেএফ-১৭। চীনা দৈনিক চায়না ডেইলি এ খবর দিয়েছে। এ বছরই প্রথম দুবাই মেলায় অংশ নিয়েছে জেএফ-১৭।
 
খবরে বলা হয়েছে, চীনা বিমান শিল্প সংস্থা বা এভিআইসি এবং পাকিস্তান অ্যারোনট্যিকাল কমপ্লেক্স জেএফ-১৭ বিক্রির চুক্তি করেছে। খবরে জেএফ-১৭-এর ক্রেতার নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি। কয়টি জেএফ-১৭ বিক্রি হয়েছে বা কখন এ চুক্তি করা হয়েছে সেসব তথ্যও এ খবরে দেয়া হয় নি।
এভিআইসি’র বরাত দিয়ে প্রকাশিত খবরে আরো বলা হয়েছে, সম্ভাব্য অনেক ক্রেতাই এ জঙ্গিবিমানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।
২০০৩ সালের মে মাসে প্রথমবারের মতো পাকিস্তান জেএফ-১৭ জঙ্গিবিমানের নমুনা প্রদর্শন করে। তারপর থেকে ২০০৭ সাল পর্যন্ত পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংদু এয়ারক্র্যাফট যৌথভাবে এ বিমান তৈরি করেছে। হাল্কা ওজনের এক ইঞ্জিন বিশিষ্ট এবং বহুমুখী যুদ্ধে পারদর্শী জেএফ-১৭ বিমান ৫৫,৫০০ ফুট উঁচু দিয়ে উড়তে পারে।  এর সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১,২৯৬ কিলোমিটার।
এদিকে, গত পাঁচ বছরের তুলনায় ২০১৪ সালে চীনের অস্ত্র রফতানির পরিমাণ ১৪৩ শতাংশ বেড়েছে। তবে তা সত্ত্বেও বিশ্বের অস্ত্র বাজারের মাত্র ৫ শতাংশ দখল করতে পেরেছে চীন।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন