জিম্বাবুয়েকে প্রথম টি-টোয়েন্টিতে হারালেও দলের ব্যাটিংয়ে খুশি নন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
শুক্রবার প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ১৩১ রানেই বেধে ফেলেছিল বাংলাদেশ। কিন্তু এই রান তাড়াতেও বেশ ধুঁকতে হয়েছে বাংলাদেশকে। ৮০ রানেই হারাতে হয়েছিল ৫ উইকেট। শেষ দিকে মাশরাফিকেও তাই অবদান রাখতে হয়েছে ব্যাট হাতে।
ম্যাচ শেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাশরাফি সরাসরিই জানিয়ে দিলেন, জয়ের ধরনে তিনি খুশি নন।
“আমরা জিতেছি বটে, তবে আমি ঠিক সন্তুষ্ট নই। ব্যাটিংয়ে জুটি হয়েছে, কিন্তু লম্বা সময় টানতে পারিনি।”
পরে সংবাদ সম্মেলনেও ব্যাটিং নিয়ে অসন্তুষ্টির কথা জানালেন অধিনায়ক।
“১৩০ রান তাড়া করতে গিয়ে এমন ব্যাটিং চাইনি। আরেকটু স্বাভাবিক ব্যাটিং করলে ভালোভাবে জিততে পারতাম। প্রথম ৬ ওভারে ৪৭ রান করেছি। তারপর আর তাড়াহুড়োর প্রয়োজন ছিল না। আমরা বেশি তাড়াহুড়ো করেছি।”
মাশরাফির আশা, পরের ম্যাচে ভুল শুধরে নেবেন ব্যাটসম্যানরা।
“ব্যাটিং ভালো হয়নি, তারপরও জয়টা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আশা করি, পরের ম্যাচে সবাই পরিকল্পনা করে খেলবে।”
ম্যাচ শেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাশরাফি সরাসরিই জানিয়ে দিলেন, জয়ের ধরনে তিনি খুশি নন।
“আমরা জিতেছি বটে, তবে আমি ঠিক সন্তুষ্ট নই। ব্যাটিংয়ে জুটি হয়েছে, কিন্তু লম্বা সময় টানতে পারিনি।”
পরে সংবাদ সম্মেলনেও ব্যাটিং নিয়ে অসন্তুষ্টির কথা জানালেন অধিনায়ক।
“১৩০ রান তাড়া করতে গিয়ে এমন ব্যাটিং চাইনি। আরেকটু স্বাভাবিক ব্যাটিং করলে ভালোভাবে জিততে পারতাম। প্রথম ৬ ওভারে ৪৭ রান করেছি। তারপর আর তাড়াহুড়োর প্রয়োজন ছিল না। আমরা বেশি তাড়াহুড়ো করেছি।”
মাশরাফির আশা, পরের ম্যাচে ভুল শুধরে নেবেন ব্যাটসম্যানরা।
“ব্যাটিং ভালো হয়নি, তারপরও জয়টা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আশা করি, পরের ম্যাচে সবাই পরিকল্পনা করে খেলবে।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন