গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলিদের ওপর পরপর দুটো হামলার পর ইসরায়েল সরকার জেরুসালেমের ওল্ড সিটি-তে ফিলিস্তিনিদের ঢোকা বন্ধ করে দিয়েছে।
শুধু মাত্র যে ফিলিস্তিনিরা ওল্ড সিটি বা প্রাচীন শহরের চত্বরের ভেতরে থাকেন তারাই সেখানে ঢোকার অনুমতি পাবেন, বাইরে থেকে কোনও ফিলিস্তিনি ওল্ড সিটিতে যেতে পারবেন না।আপাতত এই নিষেধাজ্ঞা অবশ্য বলবৎ করা হয়েছে মাত্র দুদিনের জন্য।
এর আগে শনিবার রাতেই ওল্ড সিটিতে একজন ফিলিস্তিনি দুজন ইসরায়েলিকে ছুরি মেরে হত্যা করেন। ছুরির আঘাতে আহত হন আরও দুজন।
এর কয়েক ঘন্টা পরেই জেরুসালেমের একটি রাস্তায় একজন ইসরায়েলি কিশোরকে ছুরি মেরে জখম করেন আর একজন ফিলিস্তিনি।
দুটি ঘটনাতেই ইসরায়েলি পুলিশ আক্রমণকারীদের প্রায় সঙ্গে সঙ্গে গুলি করে হত্যা করে।
ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতার ঘটনা যেভাবে বাড়ছে, তাতে উদ্বিগ্ন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার আরও পরের দিকে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন।
জেরুসালেম ও পশ্চিম তীর এলাকায় সম্প্রতি দুপক্ষের মধ্যে উত্তেজনা খুবই বেড়েছে।
আল-আকসা মসজিদের আশেপাশে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সেই উত্তেজনা আরও উসকানি পেয়েছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষও অভিযোগ করেছেন ইসরায়েলের প্ররোচনাতেই জেরুসালেম ও পশ্চিম তীরে উত্তেজনা বাড়ছে এবং তারা সেই আচরণের তীব্র নিন্দা করেছেন।
bbc bangla
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন