অভিবাসীদের আগমন ঠেকাতে সীমান্ত বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে ইউরোপের বলকান দেশগুলো।
এরই মধ্যে বুলগেরিয়া বলেছে যে, তারা অভিবাসীদের জন্য নিরাপদ অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত হতে চায় না।বলকানের উত্তরে অভিবাসীদের গন্তব্য দেশগুলো যদি তাদের দরজা বন্ধ করে দেয়, তাহলে সার্বিয়া এবং রোমানিয়াও এধরনের ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে।
ব্রাসেলসে ইইউ সদস্য দেশ এবং বলকান দেশগুলোর মধ্যকার একটি বৈঠকের আগে এই হুমকি আসলো।
স্লোভেনিয়ার প্রেসিডেন্ট বলেছেন, কোন সমাধান না আসলে তার দেশ ‘বেশি দেরি হবার আগেই নিজের মতো করে কাজ করবে’।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলছে, গত সপ্তাহে প্রতিদিন নয় হাজারেরও বেশি অভিবাসী গ্রীসে এসে পৌছেছে। এবছরের মধ্যে অভিবাসী আগমনের এটিই সর্বোচ্চ হার।
এই অভিবাসীদের অধিকাংশেরই গন্তব্য হচ্ছে জার্মানি, যাদের মধ্যে সিরিয়া, ইরাক এবং আফগানিস্তানের অনেক শরণার্থীরাও রয়েছেন। bbc
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন