রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭

গভীর সমুদ্রবন্দর চট্টগ্রাম অঞ্চলেই হতে হবে - বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ



গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম বন্দরের কার শেডে আয়োজিত ‘পোর্ট এক্সপো’–এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ১৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রথমবারের মতো দুদিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করে।
কক্সবাজার চট্টগ্রাম বিভাগের একটি জেলা।
এর আগে গত বৃহস্পতিবার চট্টগ্রামে দুটি পৃথক অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন এবং নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানও সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হবে বলে ঘোষণা দেন। প্রায় দুই বছর ধরে সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর নির্মাণের প্রকল্পের কার্যত অগ্রগতি না থাকলে চট্টগ্রামে এসে গত দুদিনে তিন মন্ত্রী এই ঘোষণা দিলেন।
বন্দরের দক্ষতা বাড়াতে হলে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) এগিয়ে আসতে হবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, বন্দর একাই দক্ষতা বাড়াতে পারবে না। বন্দরের দক্ষতা বাড়ল কিন্তু এনবিআর নানা আইনকানুন দেখিয়ে বিলম্ব করল, তাতে ব্যবসায়ীদের ক্ষতি হবে। বন্দরের কার্যক্রম যাতে ২৪ ঘণ্টা সচল থাকে, সে জন্য এনবিআরকে সহযোগিতা করতে হবে।
বর্তমানে বন্দরের কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কার্যক্রম ২৪ ঘণ্টা খোলা থাকে। বন্দরের পণ্য খালাসের ছাড়পত্র নিতে হয় কাস্টমস থেকে। কাস্টমসের আমদানি কার্যক্রম সপ্তাহে পাঁচ দিন এবং রপ্তানি কার্যক্রম সপ্তাহে সাত দিন সচল থাকে। ফলে ব্যবসায়ীরা চাইলেই যখন-তখন পণ্য খালাস নেওয়ার সুযোগ পান না।
অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক, সাংসদ এম এ লতিফ ও নজরুল ইসলাম, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সভাপতি আবদুল মাতলুব আহমাদ, বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল বক্তব্য দেন।
আব্দুর রাজ্জাক বলেন, দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য চট্টগ্রাম বন্দরের গুরুত্ব সবচেয়ে বেশি। এ জন্য বন্দরের সক্ষমতা আরও বৃদ্ধি করা প্রয়োজন।
সাংসদ এম এ লতিফ বলেন, কাস্টমস বিভাগে লোকবলের সংকটের কারণে বন্দরের গতিশীলতা বাড়ছে না। এটি দ্রুত নিরসন করা দরকার।
আবদুল মাতলুব আহমাদ বলেন, বন্দর ২৪ ঘণ্টা খোলা থাকে। কাস্টমসও ২৪ ঘণ্টা খোলা থাকলে বন্দরের সক্ষমতা দ্বিগুণ বাড়বে। ব্যবসা-বাণিজ্যও গতিশীল হবে।
অনুষ্ঠানে সেরা স্টলগুলোকে পুরস্কার প্রদান করা হয়। দুদিনব্যাপী এই প্রদর্শনীতে ১২৮টি প্রতিষ্ঠান অংশ নেয়। শেষ দিন গতকাল মেলায় দর্শনার্থীদের ভিড় ছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন