বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬

ঢাকায় প্রচণ্ড বৃষ্টির পর একুশে বইমেলা সাময়িক বন্ধ

Image captionবইমেলার নজরুল মঞ্চের সামনে পানি জমে আছে।
বাংলাদেশের ঢাকায় হঠাৎ বৃষ্টির কারণে অমর একুশে গ্রন্থমেলার ভেতরে পানি জমায় আজ বুধবার বইমেলা সাময়িক বন্ধ রয়েছে। বিকেল তিনটায় নির্ধারিত সময়ে বইমেলা শুরু হতে পারেনি।
Image captionপানি জমেছে বাংলা একাডেমী প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে
আজ বেলা বারোটার আগ দিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়া শুরু হয়। আকাশ অন্ধকার করে শুরু হয় শিলাবৃষ্টি।
ঘন্টাখানেক বিরতি দিয়ে আবার দুপুর দুইটার পর বৃষ্টি হলে বিভিন্ন এলাকায় পানি জমে যায়।
Image captionবইমেলা প্রাঙ্গণ থেকে পানি নিষ্কাশন শেষ হলে এবং আবার বৃষ্টি না হলে বইমেলা শুরু হবে।
বাংলা একাডেমী প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলাতেও পানি জমে গেলে কর্তৃপক্ষ সাময়িক সময়ের জন্য বইমেলা বন্ধ ঘোষণা করেন।
Image captionঝড়োবৃষ্টির পর চলছে আবর্জনা পরিস্কারের কাজ।
বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বিকেলে বিবিসি বাংলাকে জানিয়েছেন, মাঠে পানি নিষ্কাশনের কাজ চলছে। পানি সরিয়ে ফেলা হলে এবং পুনরায় বৃষ্টি না হলে মেলা অচিরেই শুরু হবে।
তবে আবারও বৃষ্টি হলে আজ বইমেলা চালু করা সম্ভব হবে না বলে জানান তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন