সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

দ্বৈত নাগরিকত্বের সুযোগ বাড়ছে, ব্যতিক্রম সার্ক


passport
Image copyrightonline
বাংলাদেশিদের জন্য দ্বৈত নাগরিকত্বের সুযোগ বাড়ানোর এক প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রীসভা।
বর্তমানে শুধু যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের জন্য দ্বৈত নাগরিকত্বের সুযোগ রয়েছে। সেই তালিকা এখন বাড়বে।
তবে সার্কভূক্ত দেশ এবং মিয়ানমারের নাগরিকরা একইসাথে বাংলাদেশের নাগরিক থাকতে পারবেন না। এছাড়া, গেজেট জারি করে সরকার যেসব দেশকে নাগরিকত্ব গ্রহণ নিষিদ্ধ করেছে, সেসব দেশও বর্ধিত এই তালিকার বাইরে থাকবে।
বাংলাদেশের সব নাগরিক অবশ্য একইসাথে অন্য দেশের নাগরিক হওয়ার সুযোগ পাবেন না। সুপ্রিম কোর্টের বিচারক, জাতীয় সংসদের সদস্য, সশস্ত্র বাহিনী বা সরকারি কর্মচারীরাও দ্বৈত নাগরিকত্ব নিতে পারবেন।
নাগরিকত্ব নিয়ে নতুন এই আইনের খসড়া এখন সংসদের অনুমোদন সাপেক্ষে আইনে পরিণত হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন