সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

ছাত্রী হয়রানির অভিযোগে পুলিশ কর্মকর্তা বরখাস্ত


Image copyrightunk
বাংলাদেশের ঢাকায় বেসরকারী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে হয়রানি করার অভিযোগের প্রেক্ষিতে আদাবর থানার এসআই রতন কুমারকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার।
গতকাল রোববার ঢাকার মোহাম্মদপুরের শিয়া মসজিদের কাছে ওই ছাত্রী পুলিশি হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বিপ্লব কুমার সরকার বলেছেন, যেহেতু অভিযোগ উঠেছে তাই তার ভিত্তিতে প্রাথমিকভাবে পুলিশের এসআই রতন কুমারকে তারা বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।
কিন্তু এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের জন্য দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।
তদন্ত প্রতিবেদন পাবার পর প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের উপকমিশনার বিপ্লব কুমার সরকার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন