রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬

শিল্পকর্ম ঘষে তুলে ফেলেছে পরিচ্ছন্নতা কর্মী

reimsImage copyrightAFP
Image captionপ্রখ্যাত শিল্পী ক্রিস্টিয়ান গোয়েমির এই গ্রাফিতি শিল্পকর্মটি ভুল করে ঘষে তুলে ফেলা হয়েছে।
ফ্রান্সের উত্তরাঞ্চলীয় রিমস শহরের সৌন্দর্য বর্ধনের জন্য নগরকর্তারা প্রখ্যাত এক শিল্পীকে দিয়ে দেয়ালে একটি মুরাল শিল্পকর্ম তৈরি করেছিলেন।
ক্রিস্টিয়ান গোয়েমি ফ্রান্সের শীর্ষ গ্রাফিতি শিল্পী।
কিন্তু তিনিই যে ঐ শিল্পকর্মের শ্রষ্ঠা - শহরের পরিচ্ছন্নতা কর্মীরা তা জানতেনই না। নগর কর্তৃপক্ষ তাদের জানাননি।
ফলে অবৈধ গ্রাফিতি ভেবে তা ঘষে তুলে ফেলেছেন তারা।
নগরভবনের পক্ষ থেকে এই ঘটনায় দু:খ প্রকাশ করা হয়েছে।
শিল্পী অবশ্য এ নিয়ে মজা করেছেন। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেছেন, "যারা পয়সা দিয়ে এই কাজ করালো, তারাই আবার তা মুছে ফেললো।"
নতুন করে আঁকতে ক্রিস্টিয়ান গোয়েমি সামনের মাসে আবার রিমসে যাবেন।
নগর কর্তৃপক্ষ এবার প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা আগেভাগেই পরিচ্ছন্নতা কর্মীদের সাবধান করবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন