বাংলাদেশে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীদের চিহ্ণিত করতে নতুন করে এক জরিপের কাজ শুরু হয়েছে।
মিয়ানমার থেকে এই রোহিঙ্গা মুসলিম শরণার্থীরা বাংলাদেশে পালিয়ে আসে।
দুটি শরণার্থী শিবিরে গত প্রায় দু দশকের বেশি সময় ধরে বাস করছে হাজার হাজার রোহিঙ্গা শরণার্থী।
কিন্তু এর বাইরে আরও হাজার হাজার শরণার্থী মিয়ানমার সীমান্তবর্তী জেলাগুলোতে আশ্রয় নিয়েছে বলে ধারণা করে বাংলাদেশ সরকার।
এরকম অনিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা অন্তত পাঁচ লাখ বলে মনে করা হয়।
কক্সবাজার, বান্দরবানসহ ছয়টি জেলায় এরকম অনিবন্ধিত রোহিঙ্গাদের চিহ্ণিত করে তাদের তালিকা তৈরির কাজ শুক্রবার শুরু করা হয়।
কর্মকর্তারা বলেছেন,জেলাগুলোর স্থানীয় মানুষ এবং রোহিঙ্গাদের মাঝে প্রচারণা চালিয়ে তাদের উদ্বুদ্ধ করে এই তালিকা তৈরি করা হচ্ছে।
বাংলাদেশ সরকার এই প্রথম অনিবন্ধিত বা অবৈধভাবে থাকা রোহিঙ্গাদের সংখ্যা নির্ণয়ের উদ্যোগ নিয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এই জরিপে বাংলাদেশ সরকারকে সহায়তা করছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন