বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬

‘ইসলাম বিতর্ক’ বইয়ের প্রকাশক পাঁচ দিনের রিমান্ডে

আদালতে নেয়া হচ্ছে ‘ইসলাম বিতর্ক’ বইয়ের প্রকাশককে
Image captionবইমেলায় বাংলা একাডেমীর স্টল।
বাংলাদেশে 'ইসলাম বিতর্ক' নামে একটি বইয়ের প্রকাশক শামসুজ্জোহা মানিক এবং আরো দুজনকে আজ আদালতে হাজির করার পর রিমান্ডে নিয়েছে পুলিশ।
শাহবাগ থানার পুলিশ বিবিসি বাংলাকে জানিয়েছে মি. মানিককে পাঁচদিনের, বইটির মুদ্রককে দু'দিনের, এবং বিপণনকারীকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ইসলাম ও নবী মুহাম্মদের বিরুদ্ধে আপত্তিকর কথা থাকার অভিযোগে গতকাল বাংলা একাডেমির বইমেলায় এই বইটির প্রকাশকের স্টলটিও বন্ধ করে দেয়া হয়।
শাহবাগ থানা পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে।
সোমবার বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানায়, ‘ইসলাম বিতর্ক’ শিরোনামে বইটিতে ইসলাম ধর্ম এবং নবী মোহাম্মদ সম্পর্কে অত্যন্ত আপত্তিকর মন্তব্য রয়েছে জানতে পেরে তারা দ্রুত এর প্রকাশনা সংস্থা ব-দ্বীপ প্রকাশনীর স্টল বন্ধের সিদ্ধান্ত নেন।
স্টল থেকে বেশ কিছু বইও জব্দ করা হয।
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বিবিসিকে বলেছেন, বইটিতে ইসলামের নবী সম্পর্কে এমন কুৎসিত ও জঘন্য কথাবার্তা রয়েছে যার কারণে বইমেলা চালিয়ে যাওয়াটাই হুমকির মুখে পড়তো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন