বাংলাদেশের ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে আদাবর থানার এসআই রতন কুমারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত।
সাময়িক বরখাস্ত এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের প্রতিবেদন আমলে নিয়ে মঙ্গলবার ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহউদ্দিন আহম্মেদ পরোয়ানা জারির এই আদেশ দেন।
গত ৩১শে জানুয়ারি ঢাকার মোহাম্মদপুরের শিয়া মসজিদের কাছে ওই ছাত্রী পুলিশি হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠার পর ওই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
পূর্ণাঙ্গ তদন্তের জন্য ঢাকা মহানগর পুলিশ ও পুলিশের তেজগাঁও বিভাগের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়।
বিচার বিভাগীয় ওই তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এসআই রতন কুমার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে যৌন হয়রানি করেছেন তা প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন