বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬

বাংলাদেশে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

mahfuz anam
Image captionমাহফুজ আনামের বিরুদ্ধে মোট ৫৫টি মানহানির মামলা হয়েছে
বাংলাদেশের ইংরেজি দৈনিক দি ডেইলী স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে নারায়ণগঞ্জের একটি আদালত আজ একটি মানহানির মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
মি. আনাম সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে স্বীকার করেন যে বিগত তত্বাবধায়ক সরকারের সময় তার ভাষায় 'সামরিক গোয়েন্দা বিভাগের পাঠানো শেখ হাসিনার কথিত দুর্নীতির তথ্য' তার পত্রিকায় 'কোনরকম যাচাই না করে ছাপিয়ে' তিনি ভুল করেছেন।
এর পর থেকেই তার বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে একের পর এক মানহানির মামলা দায়ের করা হচ্ছে।
আজই নারায়ণগঞ্জে মোহাম্মদ মোহসিন মিয়া নামে একজন আইনজীবী ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে একটি মানহানির মামলা করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামন শরীফের আদালতে এ মামলা করা হয়।
শুনানীর পর আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন বলে সরকারপক্ষের আইনজীবী সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
ডেইলি স্টার পত্রিকার দেয়া এক হিসেব অনুযায়ী এ পর্যন্ত মাহফুজ আনামের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অন্তত ৫৫টি মানহানির মামলা দায়ের করা হয়েছে, যাতে হাজার হাজার কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
এর মধ্যে আজই অন্তত ১৭টি মামলা দায়ের করা হয় বলে পত্রিকাটি বলছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন