সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬

কে এই ডোনাল্ড ট্রাম্প

 

donald trumpImage copyrightAP
Image captionবিতর্কিত বক্তব্য দিয়ে প্রায়ই আলোচিত হন ডোনাল্ড ট্রাম্প।
ইদানীং বিতর্কের রাজা বলে খেতাব পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
তার জন্ম নিউ ইয়র্কে ১৯৪৬ সালে। বাবা ছিলেন রিয়াল এস্টেট ব্যবসায়ী।
তিনি নিজেও এই খাতে সফল। কিন্তু তার রয়েছে হরেক রকম পরিচয়।
ব্যবসায়ী ছাড়াও তিনি মিস ইউনিভার্সের স্পন্সর ছিলেন দীর্ঘদিন।
তাতে তার নামযশ অর্থ বিত্ত হয়েছে অনেক।
এপ্রেনটিস্ট নামের একটি রিয়ালিটি টিভি অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন।
রেসলিং ম্যাচ উপস্থাপনা করেছেন।
বেশ কবার নিজেকে দেউলিয়া ঘোষণা করেছেন।
trump fansImage copyrightAP
Image captionতার বেশ সমর্থকও জুটেছে যুক্তরাষ্ট্রে।
কিন্তু আবার উঠে দাঁড়িয়েছেন। মামলা ঠুকেছেন এবং মামলা খেয়েছেন।
এখন তার রয়েছে ৫৮ তলা একটি ভবন, স্পোর্টস ক্লাব, শেয়ার বাজারে পুঁজি।
সবমিলিয়ে ৯ শত কোটি ডলার সমপরিমাণ সম্পদের মালিক।
রাজনীতিতে তার কোন অভিজ্ঞতাই নেই।
কিন্তু তবুও যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প।
বলা হয় নিজের সম্পর্কে প্রচার তিনি খুব ভালভাবে করেন।
তাই পাচ্ছেন সেলেব্রিটির মতো মনোযোগ। তবে সেই মনোযোগের সবটাই সুখের নয়।
সে দেশে মুসলিম দের প্রবেশাধিকার নিষিদ্ধ করা উচিত এমন বক্তব্য দিয়ে হাততালি যেমন পেয়েছেন আবার ব্যাপক সমালোচিতও হয়েছেন।
সম্প্রতি সোমালিয়ার জিহাদি গোষ্ঠী আল-শাবাব তাদের একটি প্রচারণামুলক তথ্যচিত্রে ট্রাম্পের এই বক্তব্য জুড়ে দেয়।
এর পরও পিছু হটেন নি তিনি।
trump towerImage copyrightBin im Garten.Wikimedia Commons
Image captionডোনাল্ড ট্রাম্পের বহুতল ভবন ট্রাম্প টাওয়ার।
বরং উল্টো বলেছেন, দেশের জনগণ তার এই সাহসিকতার জন্য প্রশংসা করছে কারণ, তার ভাষায়, সমস্যাটিকে অনেকেই এড়িয়ে গেছেন।
প্রতিবন্ধী এক সাংবাদিককে ব্যঙ্গ করে সমালোচিত হয়েছেন।
রিপাবলিকান দলের এক নারী রাজনীতিবিদকে কুৎসিত বলেছেন আবার সংবাদ সম্মেলনে সাংবাদিকের সাথে ঝগড়া করেছেন।
প্রায় নিয়মিতই এরকম নানান বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচিত এবং সমালোচিত এমনকি অনেকের হাসির খোরাকও হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন কমেডিয়ানরা নিয়মিত তাকে নিয়ে ঠাট্টা করে।
এর আগে বেশ কবার প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
কিন্তু কখনোই শেষ পর্যন্ত দাঁড়ানো হয়নি। তবে এবার বেশ শক্তভাবে এগুচ্ছেন।
বিশ্লেষকরা বলছেন ক্ষমতা আর প্রচারে ব্যাপক আগ্রহী ট্রাম্প অনেকটাই আত্মপ্রেমী।
সেখান থেকেই হয়ত তার প্রেসিডেন্ট হবার স্বপ্ন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন