সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬

আইএস-এর নতুন জিহাদি জন?

 

আইএস-এর ভিডিওতে মুখোশ পরা নতুন মুখপাত্র।Image copyrightisis video
Image captionআইএস-এর ভিডিওতে মুখোশ পরা নতুন মুখপাত্র।
ব্রিটেনের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো এখন ইসলামিক স্টেট গোষ্ঠীর একটি নতুন ভিডিও পরীক্ষা করে দেখছে যেখানে মুখোশ পর এক বালককে দেখা গিয়েছে যে ব্রিটিশ ইংরেজি উচ্চারণে কথা বলছে।
এই ভিডিওতে জাম্প-সুট পর পাঁচ ব্যক্তিকে কোন এক অজ্ঞাত মরুভূমিকে গুলি করে হত্যা করার দৃশ্য দেখানো হয়েছে।
আই-এস অভিযোগ করছে, এরা ব্রিটেনের হয়ে গুপ্তচরের কাজ করছিলেন বলেই এদের হত্যা করা হলো।
এই হত্যাকাণ্ডের পর ঐ ভিডিওতে আনুমানিক ৬/৭ বছর বয়সী ছেলেটিকে দেখা যায় অস্ত্র হাতে নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে বিদ্রূপ করে কথা বলছে এবং ব্রিটেন দখল করার হুমকি দিচ্ছে।
আই-এস এর আগেও এধরনের হত্যার ভিডিও প্রকাশ করেছে, এবং জিহাদি জন নামে পরিচিত ব্রিটিশ নাগরিক মোহাম্মদ এমওয়াজিকে এসব ভিডিওতে অংশ নিতে দেখা গিয়েছে।
বিবিসির মধ্যপ্রাচ্য বিষয়ক সম্পাদক অ্যালান জনস্টন বলছেন, নতুন এই ভিডিওতে জিহাদি জনের জায়গায় আই-এস এর মুখপাত্র হিসেবে আরেকজন আসছেন বলেই মনে হচ্ছে।
তিনি বলেন,``মুখোশ পরা এই জঙ্গি অন্তত ব্রিটিশ টেলিভিশন দর্শকদের কাছে আই-এস-এর নতুন মুখপাত্র হিসেবে পরিচিত হতে যাচ্ছে।``
রাকায় আইএস যোদ্ধাদের শক্তি মহড়া।
Image captionরাকায় আইএস যোদ্ধাদের শক্তি মহড়া।
বিবিসির নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা গর্ডন ক্যারেরা বলছেন, জিহাদি জন নামে পরিচিত মোহাম্মদ এমওয়াজি ড্রোন হামলায় নিহত হয়েছেন দু`মাসেরও কম সময় আগে।
গোয়েন্দা সূত্রগুলো তার অবস্থান সিরিয়ার রাকায় নিশ্চিত করার পর তার ওপর এই হামলা চালানো হয়।
তিনি বলেন, সর্বশেষ ভিডিওতে এসব কথিত গুপ্তচরের হত্যার মধ্য দিয়ে এটা বোঝা যাচ্ছে যে আই এস-এর বিরুদ্ধে যারা তথ্য জোগান দিচ্ছেন আই-এস এখন তাদের খুঁজে বের করার চেষ্টা করছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন