বাংলাদেশে এক ব্যাংক কর্মকর্তাকে নির্যাতনের ঘটনায় পুলিশের এক কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বিকে মিথ্যে অভিযোগে রাস্তা থেকে তুলে নিয়ে মারধোর করার অভিযোগ উঠেছিল পুলিশের সাব ইন্সপেক্টর মাসুদ শিকদারের বিরুদ্ধে।
এ ঘটনা নিয়ে গত কয়েকদিন ধরেই বাংলাদেশের পুলিশ তীব্র সমালোচনার মুখে রয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মারুফ হোসেন সরদার জানিয়েছেন, মাসুদ শিকদারকে সাসপেন্ড করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ অভিযোগ করেছেন সরকারের রাজনৈতিক প্রশ্রয়ের ফলেই পুলিশ এমন বাড়াবাড়ির সুযোগ পাচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন