শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬

জার্মান সুইমিং পুলে পুরুষ আশ্রয়প্রার্থীরা নিষিদ্ধ

শেয়ার করুন
Image copyrightEPA
Image captionসুইমিং পুলে পুরুষ রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের নিষিদ্ধ করেছে জার্মানির বোর্নহেইম শহর
জার্মানির একটি শহর পুরুষ রাজনৈতিক আশ্রয়প্রার্থীদেরকে সুইমিং পুলে নিষিদ্ধ করেছে। মহিলারা অভিযোগ করেছেন যে সুইমিং পুলে এরা অশোভন আচরণ করছিল। তারপরই শহরের কর্তৃপক্ষ এ ব্যবস্থা নিয়েছে।
জার্মানির বোর্নহেইম শহরের সোশ্যাল অ্যাফেয়ার্স বিভাগের এক কর্মকর্তা জানান, পাবলিক সুইমিং পুলে একদল পুরুষ মহিলাদের যৌন হয়রানি করছিল এবং গায়ে পড়ে কথা বলছিল এমন বহু অভিযোগ তারা পেয়েছেন। তারপরই তারা এই ব্যবস্থা নিয়েছেন।
উল্লেখ্য কোলন শহরে নববর্ষের অনুষ্ঠানের সময় মহিলাদের ওপর যৌন হামলার ঘটনা নিয়ে জার্মানিতে এখন তীব্র বিতর্ক চলছে। এই ঘটনার পর কট্টর ডানপন্থী দল এবং গোষ্ঠীগুলো সেখানে মধ্যপ্রাচ্য থেকে আসা আশ্রয়প্রার্থীদের বিরুদ্ধে বিক্ষোভ করছে।
কোলনের যৌন হামলার ঘটনায় মূলত আশ্রয়প্রার্থীরাই জড়িত ছিল বলে অভিযোগ করা হচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন