শুক্রবার, ৮ জানুয়ারী, ২০১৬

ব্রাসেলসে প্যারিস 'হামলাকারীর আস্তানার' সন্ধান

 

Image copyrightReuters
Image captionব্রাসেলসে পুলিশের অভিযান
প্যারিসে গত বছরের নভেম্বরে সন্ত্রাসী হামলার পলাতক এক সন্দেহভাজন সেখান থেকে এসে ব্রাসেলসের এক ফ্ল্যাটে লুকিয়ে ছিল বলে ধারণা করছে পুলিশ।
বেলজিয়ামের কর্তৃপক্ষ বলছে, ব্রাসেলসের এই ফ্ল্যাটে গত মাসে পুলিশ অভিযান চালায়।
সেখানে পলাতক সন্দেহভাজন সালাহ আবদেস্লামের হাতের ছাপ পাওয়া গেছে, পাওয়া গেছে বোমা তৈরির মাল-মশলার নমুনা, এবং তিনটি আত্মঘাতী বোমার বেল্ট।
তথাকথিত ইসলামিক স্টেটের জিহাদিদের চালানো ওই হামলায় ১৩০ জন নিহত হয়।
তারপর থেকেই হামলাকারীদের খোঁজে ফ্রান্সে ও প্রতিবেশী বেলজিয়ামে ব্যাপক অভিযান চলছে। হামলার জন্যে দশজন সন্দেহভাজন ব্যক্তিকে ইতোমধ্যে আটকও করা হয়েছে।
Image copyrightBelgian Interior Ministry
Image captionপলাতক সন্দেহভাজন হামলাকারী সালাহ আবদেস্লাম
সন্দেহভাজন পলাতকদের একজন বেলজিয়ান বংশোদ্ভূত ফরাসী নাগরিক সালাহ আবেদস্লাম। তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না।
বেলজিয়ামের কর্মকর্তারা বলেছেন, ব্রাসেলসে তিনতলার যে অ্যাপার্টমেন্টে গত মাসে অভিযান চালানো হয় সেখানে সালাহ আবদেস্লামের হাতের ছাপ পাওয়া গেছে।
এই অ্যাপার্টমেন্টটি এমন এক জায়গায় যেখানে প্যারিসের হামলার পরদিন সকালে সন্দেহভাজন একজন হামলাকারীকে দেখা গিয়েছিলো বলে বলা হচ্ছিলো।
ধারণা করা হয় এই ব্রাসেলসেই প্যারিস হামলার পরিকল্পনা করা হয়।
Image copyrightAP
Image captionপ্যারিসে চালানো ওই হামলায় ১৩০ জন নিহত হয়। ফুল দিয়ে তাদের প্রতি মানুষের শ্রদ্ধা জ্ঞাপন
কর্মকর্তারা বলছেন, সালাহ আবদেস্লাম হামলার পরে এই ফ্ল্যাটে কয়েকদিনের জন্যে লুকিয়ে ছিলেন বলে তারা ধারণা করছেন।
কর্তৃপক্ষ বলছে, অ্যাপার্টমেন্টটি ভুয়া নাম পরিচয়ে ভাড়া নেওয়া হয়েছিলো। তবে সরকারি কৌশুলিরা বলছেন, ইতোমধ্যেই পুলিশের হেফাজতে আছে এরকম একজন সন্দেহভাজন হামলাকারীর নামে ফ্ল্যাটটি ভাড়া নেওয়া হয়ে থাকতে পারে।
পুলিশের অভিযানে সেখান থেকে এসিটোন পারক্সাইড উদ্ধার করা হয়েছে যা বিস্ফোরক তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে।
এসময় সেখান থেকে হাতে তৈরি তিনটি আত্মঘাতী বোমার বেল্টও উদ্ধার করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন