রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬

পাঠানকোটের ঘাঁটিতে আক্রমণকারীদের আরো একজন নিহত

 

pathankot attackImage copyrightAFP
Image captionআজও বন্দুকধারীদের সাথে ভারতীয় সেনাদের লড়াই হয়
একদল বন্দুকধারীর আক্রমণের পর ভারতের পাঠানকোটে বিমানবাহিনীর ঘাঁটিতে লুকিয়ে থাকা দুই সশস্ত্র ব্যক্তির একজন আজ নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে।
আরেক খবরে দু'জন আক্রমণকারীই রোববার নিহত হয়েছে বলে নিরাপত্তা বাহিনীকে উদ্ধৃত করে জানানো হয়, কিন্তু ভারতীয় সরকার তা নিশ্চিত করে নি।
পাঠানকোটের ওই ঘাঁটিটি পাকিস্তান সীমান্ত থেকে বেশি দূরে নয়। সেখানে আক্রমণের পর সৈন্যদের সাথে লড়াইয়ে গতকালই চারজন বন্দুককারী নিহত হয়।
তখন থেকেই ধারণা করা হচ্ছিল যে আরো অন্তত দুজন বন্দুককারী পালিয়ে আছে, এবং আজও সেনাদের সাথে তাদের লড়াই হয়।
কর্মকর্তাটি জানান, তারা লুকিয়ে থাকা অবস্থায় থেমে থেমে গুলি চালাচ্ছিল।
pathankot_attackImage copyrightAFP
Image captionপাঠানকোট ঘাঁটিতে অভিযান শেষ হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়
তবে লড়াই শেষ হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। সেখানে একটি তল্লাশী অভিযানও চলছে।
ভারতীয় বাহিনীর একজন কর্মকর্তা বলেছেন, শনিবার জঙ্গী হামলার পর থেকে নিরাপত্তা বাহিনী এবং আক্রমণকারীদের মধ্যে লড়াইয়ে নিহতের সংখ্যা এখন ১১-তে উঠেছে। তিনি জানান আহত কয়েকজন সেনা সদস্য একজন অফিসারের মৃত্যুর ফলে এ সংখ্যাবৃদ্ধি।
এখন পর্যন্ত কোন গোষ্ঠীই এ আক্রমণের দায়িত্ব স্বীকার করে নি। তবে ভারতীয় কর্মকর্তারা বলছেন এ হামলার ধরণের সাথে পাকিস্তান-ভিত্তিক জঙ্গী গোষ্ঠীগুলোর আগেকার হামলাগুলোর মিল আছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের নওয়াজ শরিফে বিতর্কিত কাশ্মীর রাজ্য নিয়ে একটি নতুন শান্তি উদ্যোগ চালু করার কিছুদিনের মধ্যেই এ আক্রমণের ঘটনা ঘটলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন