সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সুইডেন

 
    assange                 তিন বছর আগে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেবার পর থেকে সেখানেই অবস্থান করছেন অ্যাসাঞ্জ    
            
লন্ডনে নিজেদের দূতাবাসে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে সুইডিশ কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করতে দিতে সম্মত হয়েছে ইকুয়েডর।
এ ব্যাপারে ইকুয়েডর ও সুইডেন একটি চুক্তিতে উপনীত হয়েছে।
প্রায় ছয় মাসের সমঝোতার পর ইকুয়েডরে ঐ চুক্তি স্বাক্ষর হয়।
২০১০ সালে উইকিলিকস যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ গোপন নথি প্রকাশ করে।
একই সময়ে সুইডেনে দুজন নারীকে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর, প্রত্যর্পণ এড়াতে তিন বছর আগে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন অ্যাসাঞ্জ।
তখন থেকেই তিনি সেখানে অবস্থান করছেন।
তবে, যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করে আসা অ্যাসাঞ্জের আশঙ্কা, সুইডেন তাঁকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে।
এদিকে, যুক্তরাজ্য অভিযোগ করছে, অ্যাসাঞ্জকে দূতাবাসে আশ্রয় দিয়ে ইকুয়েডর বিচারের স্বাভাবিক গতিপথ রুদ্ধ করছে।
তবে, অ্যাসাঞ্জের আন্তর্জাতিক আইনি দলের সমন্বয়ক বালটাজার গার্জন বলেন, অ্যাসাঞ্জের অধিকারের প্রতি সুইডেন ও যুক্তরাজ্যকে সম্মান দেখাতে হবে।
কিন্তু উভয় দেশই এখন পর্যন্ত তা করতে ব্যর্থ হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন