বরফ দিয়ে তৈরি ভাস্কর্যের উৎসব হয় প্রতিবছর বেলজিয়ামের ব্রুগে শহরে।
তবে এবছর এই উৎসবের আয়োজকরা নতুন একটি সমস্যায় পড়েছেন।তারা বলছেন, শহরের গড় তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে এই ভাস্কর্যগুলোকে রক্ষা করা কঠিন হয়ে পড়েছে।
আর এগুলোকে বরফের আকারে ধরে রাখতে বিদ্যুতের বিল বেড়ে গেছে তাদের।
আয়োজনকারী আইস ম্যাজিকের ব্যবস্থাপনা পরিচালক ফ্রান্সিস ভানদেনদ্রোপ বার্তা সংস্থা এপিকে বলেছেন, ভাস্কর্যগুলোকে অক্ষত রাখতে সেখানকার পরিবেশ ঠাণ্ডা রাখতে তাদের খরচ হবে প্রায় ১১,০০০ ডলার।
বলা হচ্ছে, আগের বছরের চাইতে এই বিল বেড়েছে।
সাধারণত এই নভেম্বরে ইউরোপে বেশ ভালোই ঠাণ্ডা পড়ে কিন্তু এবার তুলনামূলকভাবে এখনও বেশ গরম।
ব্রুগের তাপমাত্রা রবিবার ছিলো ১৬ ডিগ্রি সেলসিয়াস।
তিনি বলেন, “লোকজন আশা করছিলো ঠাণ্ডা পড়বে কিন্তু এবার এখনও শীত আসেনি।”
বরফ যাতে গলে না যায় সেজন্যে এই উৎসবের হলে ১২টি কম্প্রেসর ব্যবহার করা হচ্ছে।
এর ফলে অনেক ভাস্কর ইতোমধ্যে ঠাণ্ডা ও সর্দি কাশি লাগার অভিযোগ করেছেন।
তারা বলছেন, হলের বাইরে ওে ভেতরে তাপমাত্রার হেরফেরের কারণেই এরকম হচ্ছে।
একজন শিল্পী বলেছেন, “বাইরে গরম কিন্তু হলের ভেতরে খুব ঠাণ্ডা।”
এমাসেই আরো পরের দিকে প্যারিসে জলবায়ু পরিবর্তন নিয়ে আন্তর্জাতিক সম্মেলন হওয়ার কথা রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন