রাশিয়া বিশ্বকাপ এবং এশিয়ান কাপ ফুটবলের বাছাই ফিরতি ম্যাচ খেলতে সন্ধ্যায় বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া ফুটবল দল।
সিঙ্গাপুর থেকে একটি চার্টার্ড বিমানে করে আসছেন খেলোয়াড়েরা।ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামীকাল বিকেলে অনুষ্ঠিত হবে আলোচিত ম্যাচটি।
গত এক মাস ধরে বিস্তারিতভাবে গোয়েন্দা ও ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রম চালানোর পর, সংক্ষিপ্ত এক সফরে আজই সন্ধ্যায় ঢাকা এসে পৌঁছচ্ছে অস্ট্রেলিয়া ফুটবল দল।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানাচ্ছে, আগামীকাল ম্যাচ খেলে রাতেই ঢাকা ছাড়বে অতিথিরা।
এর আগে টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের কথা থাকলেও গত মাসের শুরুতে ঐ সফর বাতিল করা হয়।
নিরাপত্তা ঝুঁকির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য থাকার কথা জানিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া অবশ্য প্রথমে সফর স্থগিত করেছিল।
ফুটবল দলের সফর নিশ্চিত করার আগে অস্ট্রেলিয়ার নিরাপত্তা কর্মকর্তারা ঢাকা সফর করেন এবং বৈঠক করেন বিভিন্ন নিরাপত্তা সংস্থার সঙ্গে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন