রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৫

নিখোঁজ শিক্ষার্থীদের স্মরণে মেক্সিকোর রাস্তায় জনতা

                     মেক্সিকোর রাস্তায় নিখোঁজ শিক্ষার্থীদের ছবি হাতে ন্যায়বিচারের দাবিতে স্বজেনরা                
 
মেক্সিকো থেকে ৪৩জন শিক্ষার্থীর হারিয়ে যাওয়ার ঘটনার এক বছর পূর্তীতে তাদের পরিবারের সদস্যরা আজ রাজধানীতে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে।
ন্যায়বিচারের দাবিতে হারিয়ে যাওয়া সন্তানদের ছবি সম্বলিত ব্যানার নিয়ে আসেন বাবা-মায়েরা।
প্রতিবাদ হিসেবে তারা ২৩ ঘণ্টা উপোষ করেন। তাদের সাথে যোগ দেন হাজারো মানুষ।
দেশটির সরকার বলছে, একটি অপরাধী চক্র ঐসব শিক্ষার্থীকে হত্যা করে পুড়িয়ে ফেলেছিল।
বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে, এই শিক্ষার্থীরা না বুঝেই মাদক বহনকারী একটি বাসের নিয়ন্ত্রণ নিলে, অপরাধী চক্র তাদের হত্যা করে এবং সরকার তাদের বাঁচাতে কিছুই করেনি।
এই ঘটনার তদন্ত ভার আন্তর্জাতিক মহলের তত্ত্বাবধানে বিশেষ বিভাগকে দেয়ার দাবি জানিয়েছে নিখোঁজ শিক্ষার্থীদের বাবা-মায়েরা।
হোসে এঞ্জেল নাম নিখোঁজ এক ছাত্রের বাবা বর্ণাঢ্য সান্টোস কাম্পোস বিবিসিকে বলেছেন, যতক্ষণ পর্যন্ত ঘটনার বিস্তারিত জানা না যাবে, ততক্ষণ তাদের আন্দোলন চলবেই।
তিনি বলেন, যতক্ষণ তারা আমাদের নিখোঁজ সন্তানদের ফিরিয়ে দিতে না পারবে, অথবা এ বিষয়ে কোনও সদুত্তর না দেবে, ততক্ষণ এই লড়াই চলবে।
এদিকে দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো এই বিষয়টি তদন্তের জন্য একটি বিশেষ ইউনিট গঠনের ঘোষণা দিয়েছেন।
bbc bangla

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন