শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫

জাতিসংঘে উড়বে ফিলিস্তিনের পতাকা


যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরোধিতার মুখেও জাতিসংঘ সদর দপ্তরের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের সদস্যরাষ্ট্রগুলো।

বৃহস্পতিবার এ সিদ্ধান্তের পক্ষে পড়ে ১১৯ ভোট। আর বিপক্ষে ভোট দেয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রসহ ৮ দেশ। বাকী দেশগুলো ভোটদানে বিরত ছিল।

সিদ্ধান্ত গ্রহণে দ্বিধায় ছিল ইউরোপীয় দেশগুলো। ফ্রান্স এবং সুইডেন ইতালি, স্পেন, আয়ারল্যান্ড প্রস্তাবের পক্ষে ভোট দিলেও যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নের বহু দেশই ভোটদানে বিরত ছিল বলে জানিয়েছে বিবিসি।

এ প্রস্তাব পাশের ফলে নিউ ইয়র্কের জাতিসংঘ ভবনে উড়বে ফিলিস্তিনের পতাকা।

জাতিসংঘে ফিলিস্তিনের প্রতিনিধি রিয়াদ মনসুর জানান, ফিলিস্তিন রাষ্ট্রের দাবি আরো জোরদার করার জন্য এ ভোট আরেকটি পদক্ষেপ।

অতীতে কয়েকটি রাষ্ট্রের স্বীকৃতির মধ্য দিয়ে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার পট প্রস্তুত হতে থাকার মধ্যে এ পদক্ষেপ নিল জাতিসংঘ সাধারণ পরিষদ।

গত মে মাসে ভ্যাটিকান প্রথম আনুষ্ঠানিকভাবে দ্বিপক্ষীয় চুক্তি করার মধ্য দিয়ে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়।

আর বৃহস্পতিবার ভোটে পাশ হওয়া প্রস্তাবটিতে জাতিসংঘ কার্যালয়ের বাইরে সদস্য রাষ্ট্রগুলোর পতাকার পাশাপাশি ফিলিস্তিনের মত অ-সদস্য পর্যবেক্ষক রাষ্ট্রগুলোর পাতাকা ওড়ানোরও আহ্বান জানানো হয়েছিল।

এ প্রস্তাব পাশ হওয়ায় এখন অ-সদস্য পর্যবেক্ষক রাষ্ট্র ভ্যাটিকানও পতাকা ওড়াতে পারবে।

আগামী ২০ দিনের মধ্যে পাতাকা ওড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে জাতিসংঘকে। ৩০ সেপ্টেম্বর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘ সাধারণ পরিষদে গেলে তখনই পতাকাটি ওড়ানো হবে বলে জানিয়েছেন ফিলিস্তিনি পর্যবেক্ষকরা।
bdnews24

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন