হজের প্রস্তুতির মধ্যেই মুসলমানদের পবিত্রতম স্থান কাবা শরিফ ঘিরে থাকা মসজিদ আল-হারামে একটি ক্রেইন উল্টে পড়ে অন্তত ৮৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বাংলাদেশিসহ আরও দেড় শতাধিক মানুষ।
সৌদি আরবের সিভিল ডিফেন্সের প্রধানের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজের অল্প সময় আগে এ দুর্ঘটনা ঘটে।
আহত ১৮৩ জনের মধ্যে অন্তত ৪০ জন বাংলাদেশি রয়েছেন বলে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী বাংলাদেশি নাগরিক শামসুদ্দিন আহমেদ টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাগরিবের আগে প্রচণ্ড বালু ঝড় হয়। এ সময় ক্রেইনটি ভেঙে পড়ে। আমাদের চোখের সামনে বহু মানুষকে আহত নিহত হতে দেখেছি।”
প্রতি বছর ৩০ থেকে ৪০ লাখ মুসলমান হজ পালন করতে বিশ্বের সর্ববৃহৎ এই মসজিদে সমবেত হন। এবার প্রায় এক লাখ বাংলাদেশির হজে অংশ নেওয়ার কথা রয়েছে।
আল আরাবিয়া টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল ঝড়ের কারণে ক্রেইন উল্টে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে। গত কয়েক দিন ধরে সৌদি আরবের পশ্চিমাঞ্চলে শক্তিশালী বালু ঝড় বইছে।
টুইটারে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা যায়, হজের ইহরাম পরিহিত রক্তাক্ত বহু মানুষের দেহ কংক্রিটের স্তূপের মধ্যে পড়ে আছ। ছাদ ভেঙে নেমে আসা লাল রঙের একটি বিশাল ক্রেইনের অংশবিশেষও এসব ছবিতে দেখা যাচ্ছে।
স্থান সঙ্কুলান না হওয়ায় বেশ কিছুদিন ধরেই এ মসজিদ সম্প্রসারণের কাজ চলছিল। এই নির্মাণ কাজের জন্য বিরাট আকৃতির কয়েকটি ক্রেনও সেখানে রাখা ছিল বলে রয়টার্সের এক ছবিতে দেখা যায়।
এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পৌনে ৬টার দিকে একটি ক্রেইন মসজিদের ওই অংশের চতুর্থ তলার ওপর আছড়ে পড়ে। হজে আসা মুসল্লিরা মাগরিবের নামাজের আগে জড়ো হওয়ায় সে সময় ওই অংশটি ছিল বহু মানুষে পূর্ণ।
সৌদি আরবের সিভিল ডিফেন্সের প্রধানের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজের অল্প সময় আগে এ দুর্ঘটনা ঘটে।
আহত ১৮৩ জনের মধ্যে অন্তত ৪০ জন বাংলাদেশি রয়েছেন বলে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী বাংলাদেশি নাগরিক শামসুদ্দিন আহমেদ টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাগরিবের আগে প্রচণ্ড বালু ঝড় হয়। এ সময় ক্রেইনটি ভেঙে পড়ে। আমাদের চোখের সামনে বহু মানুষকে আহত নিহত হতে দেখেছি।”
প্রতি বছর ৩০ থেকে ৪০ লাখ মুসলমান হজ পালন করতে বিশ্বের সর্ববৃহৎ এই মসজিদে সমবেত হন। এবার প্রায় এক লাখ বাংলাদেশির হজে অংশ নেওয়ার কথা রয়েছে।
আল আরাবিয়া টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল ঝড়ের কারণে ক্রেইন উল্টে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে। গত কয়েক দিন ধরে সৌদি আরবের পশ্চিমাঞ্চলে শক্তিশালী বালু ঝড় বইছে।
টুইটারে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা যায়, হজের ইহরাম পরিহিত রক্তাক্ত বহু মানুষের দেহ কংক্রিটের স্তূপের মধ্যে পড়ে আছ। ছাদ ভেঙে নেমে আসা লাল রঙের একটি বিশাল ক্রেইনের অংশবিশেষও এসব ছবিতে দেখা যাচ্ছে।
স্থান সঙ্কুলান না হওয়ায় বেশ কিছুদিন ধরেই এ মসজিদ সম্প্রসারণের কাজ চলছিল। এই নির্মাণ কাজের জন্য বিরাট আকৃতির কয়েকটি ক্রেনও সেখানে রাখা ছিল বলে রয়টার্সের এক ছবিতে দেখা যায়।
এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পৌনে ৬টার দিকে একটি ক্রেইন মসজিদের ওই অংশের চতুর্থ তলার ওপর আছড়ে পড়ে। হজে আসা মুসল্লিরা মাগরিবের নামাজের আগে জড়ো হওয়ায় সে সময় ওই অংশটি ছিল বহু মানুষে পূর্ণ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন