রোয়ান্ডায় ১৯৯৪ সালের গণহত্যার সাথে জড়িত থাকার দায়ে একজন মন্ত্রীসহ ছয় ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত।
এটিই আইসিটি'র শেষ রায় এবং এর পর এ আদালত ভেঙে দেয়া হবে।রোয়ান্ডার একজন সাবেক মন্ত্রী পলিন নিরামাসুহুকো সহ ছয় জনকে মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে এর আগে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছিল।
আজ ট্রাইবুনাল তার শেষ রায়ে ওই দন্ডাদেশের বিরুদ্ধে তাদের করা আপিল খারিজ করে দেয় এবং তাদের দোষী সাব্যস্ত করে।
অভিযুক্ত ছয়জনের মধ্যে তিনজনের দন্ডাদেশের মেয়াদ যাবজ্জীবন থেকে কমিয়ে ৪৭ বছরের কারাদন্ডের রায় দেয় আইসিটি।
রোয়ান্ডার গণহত্যার মূল অভিযুক্তদের বিচারের জন্য তানজানিয়ার আরুশা শহরে এই আদালত বসানো হয়।
গত দু দশকে মোট ৬১ জন লোককে এ অপরাধে অভিযুক্ত করা হয়। মোট ১৪ জনকে অব্যাহতি দেয়া হয়।
এক হিসাবে ১৯৯৪ তে রোয়ান্ডান গৃহযুদ্ধের সময় ১০ লাখের মত মানুষ গণহত্যার শিকার হয়েছিলেন।
সংবাদদাতারা বলছেন এই ট্রাইবুনালের অর্জনের প্রশংসা করেছেন অনেকেই, কিন্তু রোয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে সহ অন্য অনেকে বলেছেন, এ ট্রাইবুনাল আরো বেশি কিছু করতে পারতো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন