শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫

নৌবাহিনীর মসজিদে বিস্ফোরণে ৫/৬ জন সামান্য আহত: আইএসপিআর

 
                               
 
বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে নৌবাহিনীর একটি মসজিদে বিস্ফোরণের ঘটনায় সামরিক বাহিনীর মুখপত্র আইএসপিআর থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে।
ওই বিবৃতিতে বলা হয়েছে, নৌবাহিনীর ঘাঁটি ঈশা খা মসজিদে শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে।
এতে ৫/৬ জন সামান্য আহত হয়।
তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়েও দেওয়া হয়েছে।
আন্ত-বাহিনী জনসংযোগ পরিদপ্তরের বিবৃতিতে বলা হয়েছে যে ওই মসজিদে বা‌ইরে থেকেও মুসল্লিরা নামাজ পড়তে আসেন।
আইএসপিআর বলছে, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অবিস্ফোরিত আরও কয়েকটি বিস্ফোরকসহ একজনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন