বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫

যোগব্যায়াম উৎসাহিত করবেন ঢাকা দক্ষিণ মেয়র

 
    মেয়র সাইদ খোকন                 মেয়র সাইদ খোকন                
ঢাকার বাসিন্দাদের শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য যোগব্যায়াম এবং 'মেডিটেশন' বা ধ্যান উৎসাহিত করার কর্মসূচি নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
মেয়র সাইদ খোকন বিবিসিকে বলেছেন, মানসিক সুস্থতার জন্য মাসে বা তিন মাসে অন্তত একদিন নগরবাসীকে সাদা-জামা পরতে উৎসাহিত করা হবে।
"সাদা রং পরিচ্ছন্নতার প্রতীক, আমরা হোয়াইট শার্ট ডে ঘোষণা করবো।"
আসন্ন ২০১৬ সালকে পরিচ্ছন্নতা বছর ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তারই অংশ হিসাবে যোগব্যায়াম সহ অভিনব এসব কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।
"পরিচ্ছন্নতা শুধু শহরের বা শহরের রাস্তাঘাটের নয়, শহরের বাসিন্দাদের শারীরিক এবং মানসিক পরিচ্ছন্নতাও গুরুত্বপূর্ণ।"
yoga
                 প্রাচীন হিন্দু রীতি হলেও, বিশ্বের বিভিন্ন দেশে ইয়োগা বা যোগব্যায়াম এখন জনপ্রিয় (ফাইল ফটো)
কিভাবে এসব কর্মসূচি তিনি বাস্তবায়ন করবেন- এই প্রশ্নে মেয়র সাইদ খোকন জানান ঢাকার কোনও একটি টিভি চ্যানেলে প্রতিদিন সকালে একজন বিশেষজ্ঞকে দিয়ে যোগ্যব্যায়াম এবং মেডিটেশন শেখানোর অনুষ্ঠান করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সিটি কর্পোরেশন এই অনুষ্ঠান স্পন্সর করবে।
এছাড়া, পাড়ায়-মহল্লায় শরীর চর্চা কেন্দ্রগুলোতে যোগব্যায়াম বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে।
পাশাপাশি, সকাল-সন্ধ্যায় নগরের পার্কগুলোতে যারা হাঁটাহাঁটি করেন, তারা যাতে ছোট ছোট দলে যোগ বা মেডিটেশন করেন - সে ব্যাপারে উৎসাহিত করা হবে।
যোগব্যায়ামের সাথে হিন্দু ধর্মীয় রীতির অনুসঙ্গ কোনও বিতর্ক তৈরি করতে পারে কিনা - এ প্রশ্নে মেয়র সাইদ খোকন বলেন, ইসলামেও যোগব্যায়ামের ইঙ্গিত রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন