শনিবার, ৭ নভেম্বর, ২০১৫

ঢাকায় বাসায় ঢুকে তাইওয়ানি দম্পতিকে জখম করে টাকা লুট

উত্তরার এই বাড়িতেই তাইওয়ানি দম্পতির ওপর হামলা হয়, টিভি থেকে নেওয়া ছবি।
উত্তরার এই বাড়িতেই তাইওয়ানি দম্পতির ওপর হামলা হয়, টিভি থেকে নেওয়া ছবি।
           
ঢাকার উত্তরায় গভীর রাতে তাইওয়ানের এক দম্পতির বাসায় ঢুকে তাদের ‘ধারালো অস্ত্রের আঘাতে’ আহত করে ছয় লাখ টাকা নিয়ে গেছে তিন হামলাকারী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন