যুক্তরাষ্ট্রের কলোরাডো স্প্রিং শহরের এক পরিবার পরিকল্পনা কেন্দ্রে এক বন্দুকধারী কেন হামলা চালিয়েছে, পুলিশ তা জানার চেষ্টা করছে।
ঐ হামলায় তিন জন নিহত হয়, যাদের একজন পুলিশ কর্মকর্তা।কয়েক ঘন্টা ধরে গোলাগুলির পর ঐ বন্দুকধারী পুলিশের কাছে আত্মসমর্পন করে।
মার্কিন গণমাধ্যমে এই বন্দুকধারীর নাম রবার্ট লুইস ডিয়ার বলে উল্লেখ করা হচ্ছে। ৫৯ বছর বয়সী এই ব্যক্তি উত্তর ক্যারোলিনার বাসিন্দা।
যে ক্লিনিকটিতে বন্দুকধারী হামলা চালায় সেটি চালাতো প্ল্যানড প্যারেন্টহুড নামের একটি সংস্থা। পুলিশের এক মুখপাত্র জানান, এই সংস্থার সঙ্গে হামলাকারির কোন সম্পর্ক আছে কিনা তা পরিস্কার নয়।
যুক্তরাষ্ট্রে যারা গর্ভপাতের বিরোধী, তারা প্ল্যানড প্যারেন্টহুডের বিরুদ্ধে অতীতে অনেক বিক্ষোভে অংশ নিয়েছে। bbc
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন