শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫

পৌর নির্বাচন না পেছালেও অংশ নেবে বিএনপি

 
                               
বাংলাদেশের নির্বাচন কমিশন যদি পৌর নির্বাচন নাও পেছায়, তারপরও বিএনপি নির্বাচন করবে। এই নির্বাচনকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বিএনপি। দলের একজন নেতা বিবিসিকে একথা জানিয়েছেন।
এর আগে বিএনপির তরফ থেকে নির্বাচন অন্তত পনের দিন পিছিয়ে দেয়া সহ বিভিন্ন শর্ত দেয়া হয়েছিল। দলের পক্ষ থেকে এ নিয়ে আগামীকাল নির্বাচন কমিশনে চিঠিও দেয়া হবে বলে বিবিসিকে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান।
বিএনপি পৌর নির্বাচনে যাদের মনোনয়ন দেবে তাদের মনোনয়ন প্রত্যয়নের দায়িত্ব দেয়া হয়েছে মোহাম্মদ শাহজাহানকে।
তিনি বিবিসিকে বলেছেন, তারা নির্বাচন কমিশনকে ভোট পেছানো সহ কিছু দাবী জানিয়ে চিঠি দেবেন আগামীকাল। কিন্তু নির্বাচন কমিশন সেগুলো পূরণ না করলেও এই নির্বাচনকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তাতে যোগ দেবে বিএনপি।
দলের প্রতীক ধানের শীষ নিয়ে বিএনপি সবশেষ ২০০৮ সালের জাতীয় নির্বাচনে লড়েছিল। এরপর বিভিন্ন নির্দলীয় স্থানীয় নির্বাচনে দল সমর্থিত প্রার্থীরা অংশ নিলেও প্রায় সাত বছর পর ধানের শীষ প্রতীক নিয়ে একটি ভোটযুদ্ধে নামতে যাচ্ছে দলটি। এর জন্য তারা কতটা প্রস্তুত?
উত্তরাঞ্চলীয় নওগাঁ পৌরসভার মেয়র নাজমুল হক সনি গত নির্দলীয় পৌর নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে জয়লাভ করেছিলেন। এবারের দলীয় প্রতীকের পৌর নির্বাচনে আবারো তিনি প্রার্থী হতে চান, এজন্য দৌঁড়ঝাপও শুরু করেছেন তিনি। কিন্তু দলীয় প্রতীকে নির্বাচন হলে তার জন্য জয়ের ক্ষেত্রটি কিছুটা সীমিত হয়ে যাবে বলে মনে করেন তিনি।
কারণ নির্দলীয় ভোটারদের ভোট তার পক্ষে আসবে না বলে তার ধারণা, তার উপর তার ভাষায় বিরোধী দলীয় নেতা-কর্মীদের মামলা-ধরপাকড় করবার মাধ্যমেও একরকম ব্যতিব্যস্ত করে রাখা হয়েছে যা আসছে নির্বাচনে তার জন্য সমস্যা তৈরি করবে।
আরো কয়েকটি জেলার বিএনপি নেতাদের সাথে যোগাযোগ করে জানা যাচ্ছে তারাও নওগাঁর মিস্টার হকের মতো একইরকম মনোভাব পোষণ করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন