অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে ইটালিয়ান নাগরিক চেজারে তাভেলা হত্যাকান্ডের কথিত মূল পরিকল্পনকারী ‘বড় ভাইয়ের’ পরিচয় প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান দাবি করছেন, ঢাকা মহানগর বিএনপির এক নেতা আবদুল কাইয়ুমই এই হত্যার মূল সন্দেহভাজনদের একজন।উল্লেখ্য এর আগে পুলিশ এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত সন্দেহে যে চারজনকে আটক করে, তারা ‘বড় ভাইয়ের’ নির্দেশেই এই হত্যকান্ড ঘটায় বলে পুলিশি জিজ্ঞাসাবাদে জানিয়েছিল।
স্বরাষ্ট্র মন্ত্রী থেকে শুরু করে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা গত কদিন ধরে কথিত এই বড় ভাইয়ের ব্যাপারে অনেক কথা বললেও তাঁর পরিচয় প্রকাশ করতে অস্বীকৃতি জানাচ্ছিলেন।
কিন্তু বুধবার থেকে সরকারের পক্ষ থেকে বিএনপি নেতা আবদুল কাইয়ুমের দিকেই অঙ্গুলি নির্দেশ করা হতে থাকে।
স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান বিবিসির কাছে নিশ্চিত করেছেন যে আবদুল কাইয়ুমই কথিত এই ‘বড় ভাই’। তিনি বলেন মি: কাইয়ুম বিদেশে পালিয়েছেন বলে তারা ধারণা করছেন।
তবে বিএনপি এই ঘটনায় তাদের এক নেতাকে জড়িত করার প্রতিবাদ জানিয়েছে।
বিএনপি বলেছে, সরকার বিদেশি নাগরিক হত্যার এই তদন্তকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে।
এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়েবসাইট সাইট আবারও দাবি করেছে, বাংলাদেশে দুই বিদেশী নাগরিক হত্যাসহ সাম্প্রতিক হামলার ঘটনাগুলোর সাথে আন্তর্জাতিক জঙ্গী ইসলামী গোষ্ঠী আইএস জড়িত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন