বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচনে নেই সুচি

Image copyrightGetty
Image captionমিয়ানমারের নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে, তবে সেই তালিকায় সুচির নাম নেই
মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী তালিকায় নেই অং সান সুচি।
মিয়ানমারে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল, ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) প্রেসিডেন্ট পদে তাদের দুজন প্রার্থীর নাম প্রস্তাব করেছে। তবে তাদের মধ্যে সুচির নাম নেই।
বার্মা হিসাবেও পরিচিত এই দেশটির তৃতীয় একজন প্রার্থীর নাম প্রস্তাব করবে সামরিক বাহিনী।
আগামী কয়েকদিনের মধ্যেই দেশটির পার্লামেন্ট তাদের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবে। তিনজনের মধ্যে পরাজিত বাকি দুজন ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হবেন।
Image copyrightReuters
Image captionসংবাদদাতারা বলছেন, প্রার্থীদের একজন, সুচির ঘনিষ্ঠ বলে পরিচিত হাথিন কিয়াউ- এর জয়ের সম্ভাবনা অনেক বেশি
সংবাদদাতারা বলছেন, প্রার্থীদের একজন, সুচির ঘনিষ্ঠ বলে পরিচিত হাথিন কিয়াউ- এর জয়ের সম্ভাবনা অনেক বেশি। কারণ পার্লামেন্টে এনএলডির সংখ্যাগরিষ্ঠতাই বেশি।
মিয়ানমারের বর্তমান সংবিধান অনুযায়ী, বিদেশীকে বিয়ে করার কারণে প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে পারবেন না সুচি। যদিও এই ধারা বিলোপের বিষয়ে আলোচনা চলছে।
যদিও সুচি আগেই ঘোষণা দিয়েছেন, তিনি প্রেসিডেন্টের উপরে থাকবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন