সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৬

হিজাবের ওপর নিষেধাজ্ঞা দেয়ায় বিক্ষোভ


bosnia
Image copyrightAFP.Getty
Image captionহিজাব আমার অধিকার লেখা প্ল্যাকার্ড বহন করেন বহু নারী
হিজাব পরিধানে নিষেধাজ্ঞা জারি হওয়ায় পথে নেমে এসেছেন বসনিয়ার বিক্ষুব্ধ নারীরা।
নতুন এই সরকারি নির্দেশনায় দেশটির বিচার বিভাগীয় প্রতিষ্ঠানগুলোতে কোন ধরনের ধর্মীয় প্রতীক ব্যবহারের প্রতি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দেশটির প্রায় ৪০ভাগ মানুষই মুসলিম।
রাজধানী সারায়েভোর আদালত এবং অন্যান্য সরকারী প্রতিষ্ঠানে স্কার্ফ বা হিজাব পরিধানের ওপর নিষেধাজ্ঞা দেয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন প্রায় দুই হাজার নারী।
এসময় অনেকেই হিজাবের পক্ষে নানা শ্লোগান তুলে ধরেন।
হিজাব আমার অধিকার লেখা প্ল্যাকার্ড বহন করতে দেখা যায় বহু নারীকে।
দেশটির মুসলিম রাজনীতিবিদ এবং ধর্মীয় নেতৃবৃন্দও নতুন এই নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন