শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৬

'ইসলাম-ভীতির কারণে' সিরীয় শরণার্থী নেবে না গার্নসি


uk_guernsey_syria
Image copyrightAFP
Image caption'সিরীয় অভিবাসীদের ব্যাপারে গার্নসির লোকদের নেতিবাচক মনোভাব আছে' বলছেন মুখ্যমন্ত্রী
যুক্তরাজ্যের স্বশাসিত দ্বীপ গার্নসির অধিবাসীদের মধ্যে ইসলামভীতি এতটাই প্রবল যে তারা কোন কোন সিরিয়ান শরণার্থীকে আশ্রয় না দেবার সিদ্ধান্ত নিয়েছে।
ব্রিটেনের মূলভূমির বাইরে ইংলিশ চ্যানেলে অবস্থিত দ্বীপটির মুখ্যমন্ত্রী জোনাথন লু টক বলেছেন, এখানকার বাসিন্দাদের মধ্যে অনেক 'ইসলামোফোবিয়া' বা ইসলাম-ভীতি এবং 'নেতিবাচক দৃষ্টিভঙ্গী' রয়েছে।
"এ কারণে সিরিয়ার কোন শরণার্থীকে এখানে আশ্রয় দেয়া হলে তাদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হবে।"
মি. লু টক অন্য কারণ হিসেবে দ্বীপটির অবকাঠামো নিয়ে উদ্বেগের কথাও বলেন।
এর আগেই দ্বীপটির কর্তৃপক্ষ ঘোষণা করে যে যুক্তরাজ্যের ভালনারেবল পার্সনস রিলোকেশন স্কিমের আওতায় তারা কোন সিরীয় শরণার্থী নেবে না।
uk_guernsey_map
Image captionগার্নসি ব্রিটেনের একটি স্বশাসিত দ্বীপ
ব্রিটেনের আরো একটি দ্বীপ জার্সিও ইতিমধ্যে ঘোষণা করেছে যে তারাও কোন সিরীয় শরণার্থীকে আমন্ত্রণ জানাবে না।
তবে গার্নসির একজন ত্রাণকর্মী এবং সাবেক সাংবাদিক এডি পার্কস মুখ্যমন্ত্রীর এই উক্তিকে অবমাননাকর বলে অভিহিত করেন।
তিনি বলেন, বাইরের লোককে স্বাগত জানানোর ব্যাপারে দ্বীপটি দারুণ সুনাম রয়েছে।
কিন্তু মি. লু টকের কথায়, বেশীর ভাগ লোক এ ব্যাপারে সদয় মনোভাব দেখালেও বিপদ হলো, অন্যরা একে স্বাগত জানাবে না।
গার্নসি কর্তৃপক্ষ অবশ্য সিরীয় শরণার্থীদের জন্য কর্মরত দাতব্য সংস্থাগুলোকে ৯০ হাজার পাউন্ড সহায়তা হিসেবে দিয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন