রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেইট এলাকায় ট্রেনের ধাক্কায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে রেল পুলিশের এএসআই সিরাজুল ইসলাম জানান।
তানভীর গওহর তপু নামের ২৩ বছর বয়সী ওই তরুণ বুয়েটের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে এএসআই সিরাজুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রেল লাইন পার হওয়ার সময় ট্রেন এসে পড়ায় লাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন তপু। ট্রেনটির সঙ্গে ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন।”
স্থানীয়রা বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তপুকে মৃত ঘোষাণা করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন