সোমবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১৬

হিমাচলে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কংগ্রেসের আপত্তি

Image copyrightAFP
Image captionভারত ও পাকিস্তানের মধ্যকার একটি ম্যাচ, ফাইল ফটো
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ধরমশালাতে যে ভারত-পাকিস্তান ম্যাচটি হওয়ার কথা রয়েছে – তা হিমাচল প্রদেশ থেকেই সরিয়ে নেওয়ার দাবি তুলেছে রাজ্যে ক্ষমতাসীন কংগ্রেস দল।
দলের নেতারা বলছেন, হিমাচল থেকে আসা ভারতীয় সেনাবাহিনীর বহু সদস্য পাকিস্তানি জঙ্গিদের হামলায় শহীদ হয়েছেন এবং সেখানে পাকিস্তান খেলতে আসলে তাদের অনুভূতিতে আঘাত দেওয়া হবে।
এই যুক্তিতে হিমাচল রাজ্যের প্রাক্তন সৈনিকরা আগেই ধরমশালাতে ম্যাচ বাতিল করার দাবি তুলেছেন।
এখন রাজ্যের কংগ্রেসি মুখ্যমন্ত্রী নিজে এবং বিজেপিরও একাংশ সেই দাবিতে সামিল হয়েছেন।
শিবসেনার বাধায় মুম্বইসহ মহারাষ্ট্রের কোথাও পাকিস্তানের ম্যাচ আয়োজন করা সম্ভব হচ্ছে না, এখন এই দাবি মানা হলে হিমাচলেও পাকিস্তানের খেলা বাতিল হয়ে যাবে।
বিবিসির সংবাদদাতা বলছেন, হিমাচলের কাংড়া জেলার প্রায় প্রত্যেকটি গ্রাম থেকেই অসংখ্য মানুষ সেনাবাহিনীতে যোগ দিয়ে আসছে।
ওই কাংড়া জেলায় প্রাক্তন সৈনিকদের একটি সংগঠনের প্রেসিডেন্ট বিজয় সিং মানকোটিয়া বলেছেন, গত এক দেড় মাসেই পাঠানকোট বিমান ঘাঁটি ও কাশ্মীরে পাকিস্তানি জঙ্গিরা যেভাবে ভারতীয় সৈন্যদের ওপর হামলা চালিয়ে তাদেরকে হত্যা করেছে তাতে এখনই এই ম্যাচ অনুষ্ঠিত হতে পারে না।
Image copyrightAP
Image captionপাঠানকোটে 'পাকিস্তানি জঙ্গিদের' বিরুদ্ধে ভারতীয় সৈন্যদের অভিযান
তিনি বলেছেন, এসব হামলায় শুধু কাংড়া জেলা থেকেই ৭ থেকে ৮ জন সৈনিক শহীদ হয়েছেন।
তিনি বলছেন, “ফলে এই আঘাতটা এখনও টাটকা। ক্ষত এখনও শুকায়নি। তাই হিমাচলে এখনই ম্যাচের আয়োজন করাটা ঠিক হবে না।”
কংগ্রেস থেকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন