সংযুক্ত আরব আমিরাতে সরকার এবং জাতীয় অনেক নীতি ঢেলে সাজাতে চাইছেন প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ রশিদ আল মাকতুম।
তার অংশ হিসাবে, তিনি 'সুখ-শান্তি' এবং 'সহনশীলতা' নিয়ে দুটো পৃথক মন্ত্রণালয় গঠনের ঘোষণা দিয়েছেন।
অভিনব এই দুই মন্ত্রণালয়ের জন্য দুজন মন্ত্রী খোঁজার কাজ শুরু হয়ে গেছে।
শেখ মাকতুম, যিনি একই সাথে দুবাইয়ের শাসক, বলেছেন, সুখ-শান্তি বিষয়ক মন্ত্রণালয় এমন সব নীতি প্রণয়ন করবে যাতে দেশের জনগণ খুশি থাকে, তৃপ্ত থাকে।
সহনশীলতা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কে তিনি বলেন, "সহনশীলতাকে সংযুক্ত আরব আমিরাতের মৌলিক মূল্যবোধ হিসাবে প্রতিষ্ঠা করাই হবে এর কাজ।"
সরকারের অনেক কাজ বেসরকারি খাতের কাছে তুলে দেয়ার পরিকল্পনা করছেন আরব আমিরাতের প্রধানমন্ত্রী।
"আমরা মন্ত্রীর সংখ্যা নিয়ে আগ্রহী নই। আমরা চাই এমন কিছু মন্ত্রী যারা সমাজের পরিবর্তন অনুধাবন করে সেইমত কাজ করতে পারদর্শী।"
সরকার ও রাষ্ট্র পরিচালনায় তরুণ-যুবকদের অংশগ্রহণ বাড়াতে খুবই আগ্রহী ইউএই প্রধানমন্ত্রী।
২২ বছরেরও কম বয়সী একজন নারী মন্ত্রীকে দিয়ে তিনি একটি যুব কাউন্সিল গঠন করছেন। এই কাউন্সিল বিভিন্ন বিষয়ে সরকারকে পরামর্শ দেবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন