শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬

আঙ্কারা হামলায় সিরীয় কুর্দী জঙ্গীদের দায়ী করছে তুরস্ক

Image copyrightEPA
Image captionআঙ্কারায় পার্লামেন্ট ভবনের কাছে বিস্ফোরণে ২৮ জন প্রাণ হারিয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান বলছেন রাজধানী আঙ্কারায় বুধবারের বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে চোদ্দজনকে আটক করা হয়েছে।
তিনি বলেছেন আরও লোককে গ্রেপ্তার করা হবে।
আঙ্কারায় পার্লামেন্ট ভবন এবং সেনা সদরদপ্তরের কাছে ঘটানো বুধবারের ওই বিস্ফোরণে মারা গেছে ২৮ জন।
এর আগে দেশটির প্রধানমন্ত্রী এই ঘটনার জন্য কুর্দী জঙ্গীদের দায়ী করে যে বক্তব্য দিয়েছিলেন প্রেসিডেন্টও সেই কথাই বলেছেন।
Image copyrightReuters
Image captionপ্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান বলেছেন বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে ২৮জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রধানমন্ত্রী আহমেদ দাভুতগলু বলেন কুর্দী জঙ্গী গোষ্ঠি পিকেকে-র সহায়তায় ওয়াইপিজি নামে সিরীয় কুর্দী জঙ্গী এই হামলা চালিয়েছে।
প্রধানমন্ত্রী বলেছেন বোমা হামলাকারীর নাম সালিহ নেসার- এবং সে সিরীয় নাগরিক।
তবে ওয়াইপিজি গোষ্ঠি বিবিসিকে জানিয়েছে তারা এই হামলার জন্য দায়ী নয় এবং পিকেকে বলেছে কারা এই হামলা চালিয়েছে তা তারা জানে না।
তুরস্কের সেনাবাহিনী ইতিমধ্যেই উত্তর ইরাকে পিকেকে লক্ষ্যবস্তুর ওপর গত রাতে শাস্তিমূলক বিমান হামলা চালিয়েছে এবং মিঃ দাভুতগলু বলেছেন পিকেকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন